HSC Biology 1st Paper by Apars Classroom

HSC Biology 1st Paper by Apars Classroom

HSC Biology First Paper by Apars Classroom

HSC 2025 ব্যাচ, তোমরা SSC লাইফে অনেকভাবেই হয়তো বায়োলজি শিখেছো, বুঝে শিখেছো না বুঝে শিখেছো। অনলাইনে শিখেছো অফলাইনে শিখেছো। অনেকে কিছু না বুঝে মুখস্থ করেছো। কলেজ লাইফে এসে যারা আবারো বায়োলজি মুখস্থ করতে যাচ্ছ, তাদেরকে বলবো এবার এই অভ্যাসটা তোমাদের বদলাবে। তোমাদের জন্য এমন কন্টেন্ট ও ক্লাস আমি ACS থেকে নিয়ে আসতে যাচ্ছি বায়োলজির জন্য যা হয়ত আগে কেউ করেছেে ! বা হয়তো কেউ করতে পারবে। আমি শুরু করতে যাচ্ছি HSC 2025 ব্যাচের একাডেমিক বায়োলজির সাইকেল ভিত্তিক কোর্স যেখানে একাডেমিক থেকে শুরু করে এডমিশন পর্যন্ত গাইড করা হবে এবং দেওয়া হবে বায়োলজির এক্সট্রা ডোজ যা শুধুমাত্র পটেনশিয়াল স্টুডেন্ট এবং হাই এম্বিসিয়াস স্টুডেন্টরাই হয়ত Consume করতে পারবে।

আমাদের স্টুডেন্টদের সবথেকে বড় যে সমস্যাটা হয় বায়োলজিতে তারা মূলত পড়াগুলোকে না বুঝে মুখস্থ করতে চায়। যেহেতু নানান টপিকের উপর উদাহরণগুলো সামনা সামনি দেখার সুযোগ নেই তাই আমাদের আশ্রয় নিতে হয় এই মুখস্থের রাস্তায়। সেই জন্যই আমি চেষ্টা করেছি মাইক্রোস্কোপ থেকে শুরু করে বড় বড় 200-600mm লেন্স ব্যাবহার করে বায়োলজির নানান এক্সাম্পল কালেক্ট করার। এতে করে স্টুডেন্টরা এমন কিছু কন্টেন্ট দেখতে পারছে যা কিনা আগে কেউ কল্পনা করতে পারত না। যেই পত্ররন্ধ্রের গঠন আমরা সারাজীবন বইয়ের পাতায় দেখে আসছি সেটাকে এখন আমরা লাইভ ক্লাসে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারছি। দূরে বসে থাকা কোন একটা প্রাণীকে দেখার জন্য আমরা ব্যাবহার করেছি টেলিফটো লেন্স। যেই পাইন গাছের Cone হয়ত খুব কম স্টুডেন্টই দেখেছে , সেটাকেও আমরা দেখিয়েছি ক্লাসে। শুধু এটুকুই নয়, প্রাণী বিজ্ঞানের জন্য আছে থ্রিডি এনিমেশন এবং থ্রিডি হিউম্যান বডির ডামি মডেল। মেডিকেলের স্টুডেন্টরা এতদিন যে ডামি মডেল দিয়ে ক্লাস করেছে সেই মডেল দিয়ে এখন শিখবে কলেজের স্টুডেন্টরা অনলাইন ক্লাসে।
এভাবে করে যদি কোন স্টুডেন্ট তার কলেজ লাইফ শেষ করতে পারে তাহলে তার বেসিক এতোটা স্ট্রং হবে যে সে যেকোনো এডমিশনে বায়োলজিতে অন্তত পিছিয়ে থাকবেনা। আমরা এইটা শুধু আশ্বাস দিচ্ছিনা, তোমরা নিজেকেই প্রশ্ন করো এভাবে শিখতে পারলে তোমার একাডেমিক ও এডমিশন নলেজের deepth টা কতটুকু হবে।
যেকোনো প্রস্তুতির জন্য পরীক্ষাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমরা ২৪ ব্যাচের সাইকেলে গুলোতে এতদিন চ্যাপ্টার শেষে পরীক্ষা নিয়ে আসছিলাম তবে এবার থেকে আমরা নিবো সাপ্তাহিক কুইজ এক্সাম। প্রাকটিস করার জন্য দিবো প্রাকটিস শিটের PDF
আমাদের প্রতিটি চ্যাপ্টার শেষেই থাকে রিভিশিন ক্লাস, এবং MASTER MCQ ক্লাস। যা দিয়ে তোমার পরীক্ষার প্রস্তুতি ১০০ ভাগ সম্পন্ন হবে। আর ক্লাস হয় আমাদের webapp এবং facebook লাইভে, থেকে যায় ক্লাসের রেকর্ড যা যেকোনো সময়ই করা যায় চাইলে।
সম্ভাবনা প্রবল এবছর থজেকেই তোমরা ফুল সিলেবাসের পাঠ্যসূচি পাবে। তাই বায়োলজির সর্বমোট ২৪টা অধ্যায়কে আমরা ৬টা সাইকেলে ভাগ করেছি। প্রতিটি সাইকেলেই সমানভাবে চ্যাপ্টার বিন্যস্ত আছে ।
পরিশেষে আবারো বলতে চাই, কোর্সে যুক্তি হবার আগে তোমাদের ২৪ ব্যাচের ভাইয়া আপুদের থেকে জেনে নাও, কারণ আমার ক্লাস তাদেরকে জন্য না যারা শুধু এপ্লাস পেতে চায়। যারা বায়োলজিকে ভালবাসতে চায়, যারা কষ্ট করতে পারে, অনেক গভীরে জানতে চায় পড়াশুনাকে। তাদের জন্যই আমার বায়োমিশনের সাইকেলগুলো। এখানে যেহেতু বায়োলজির জন্য extra douse দেওয়া হয়, সেহেতু সবাই এই লেভেলের লেকচার consume করতে পারবেনা এটাই স্বাভাবিক। আর যারা আমার সাথে এই মিশনে এগিয়ে যাবে , তাদের বায়োলজির সব সমসসার সমাধান হতে বাধ্য।

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.