HSC Physics 2nd Paper by Apars Classroom
HSC Physics Second Paper by Apars Classroom
HSC 25 ব্যাচ, ২২, ২৩,২৪ ব্যাচের মতন তোমাদেরও শর্ট সিলেবাস দিয়ে দিল।
যারা এখনো পড়াশুনা ভালোভাবে শুরু করতে পারোনি, তোমাদের জন্য প্রথম থেকে পড়াকে গুছিয়ে নেয়ার এটা একটা দারুণ সুযোগ।
যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা, তাই এই অধ্যায় গুলোতে যাদের জোরালো প্রস্তুতি নেয়া থাকবে তারাই HSC ও এডমিশনে এগিয়ে থাকবে। আমাদের ACS ২৫ ব্যাচের ফিজিক্সের মূল বিশেষত্বই হলো, ডিটেইলসে খুটিনাটি বিষয় ধরে ধরে পড়ানো যা তোমার এডমিশনের ফাউন্ডেশনকে অনেক শক্ত করবে।
আমরা টার্গেট নিয়েছি, ২৫ ব্যাচের স্টুডেন্টদের ২০২৪ সালের মধ্যেই একাডেমিক ফিজিক্স ও এডমিশন স্ট্যান্ডার্ড ফিজিক্স শেষ করে দেয়া যেনো তার এডমিশনের সময় মনে হয়, “আরে সবই তো পড়ে এসেছি”
এই কোর্সে, ডাউট সলভের জন্য ACS Doubts, Simulation and Calculation এর জন্য Project Matrahin এর এক্সেস, Discussion থেকে প্রাইজমানি পাবার জন্য Solve Rush Contest, পড়া জমে গেলে তা গুছিয়ে নেয়ার জন্য Customizable Study Planner Routine, Live Class, Recorded Class,Written Exam নেয়ার মতন ওয়েবসাইট ব্যবস্থা।
মানসম্মত কন্টেন্ট এর সাথে ছাত্র-ছাত্রী বান্ধব অসংখ্য Tech Features এর সমন্বয়ে গঠিত আমাদের ফিজিক্স ব্যাচ হতে পারে তোমার একাডেমিক লাইফের টার্নিং পয়েন্ট।